Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনকে চীনের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। বাইডেনের বিজয়ের ছয় দিনের মাথায় এসে গতকাল এক সংবাদ সম্মেলনে চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ অভিনন্দন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পছন্দের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’

গেল ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চারদিন ধরে ভোট গণনা শেষে ৭ নভেম্বর বেসরকারি ফলাফলে জো বাইডেন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেও রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি।
হংকংয়ের স্বাধীনতা, করোনাভাইরাসসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীনের বিরোধ ক্রমেই বাড়ছিল। ট্রাম্পের ক্ষমতাকালে তিনি বেশ কয়েকবার চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তার দাবি, সমগ্র বিশ্বে করোনাভাইরাস ছড়িয়েছে চীন। তবে, বাইডেন আমলে চীনের সঙ্গে অনেক বিষয়েই সমঝোতা হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। সূত্র : বিবিসি ও ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ