Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐতিহ্যগতভাবে রিপাবলিকান রাজ্য হলেও অ্যারিজোনাতে বাইডেনের বিজয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ৫:৩৯ পিএম

বাইডেন ঐতিহ্যগতভাবে রিপাবলিকান রাজ্য অ্যারিজোনাতেও বিজয়ী হয়েছেন।মরুরাজ্যটিতে গত ৭০ বছরে ২য়বারের মতো কোনও ডেমোক্রেট প্রার্থী জয় পেলেন। বেশ কিছু গণমাধ্যম এই ১১ ইলেক্টোরাল ভোটের রাজ্যটিতে অবশ্য আগেই বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছিলো। -সিএনএন, এপি, ভয়েস অব আমেরিকা কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠায় অনেক গণমাধ্যমই এই ফল ঘোষণা স্থগিত রেখেছিলো। তবে তদন্ত বলছে সেখানে ভোট কারচুপির কোনও ঘটনাই ঘটেনি। এরপরেই সিএনএনসহ অন্য বেশ কিছু গণমাধ্যম সেখানে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করে। সব মিলিয়েএ্খন বাইডেনের ইলেক্টোরাল ভোট আনুষ্ঠানিকভাবে ২০৯টি আর ট্রাম্পের ২১৭টি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে ৪৮টি রাজ্যের ভোটের ফলাফল জানা গেলো। সেই হিসাবে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৫০৭টির ফয়সালা হয়েছে। বাকি আছে ৩১টি। এখনো ঝুলে আছে দুটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল। তার একটি জর্জিয়া, অন্যটি নর্থ ক্যারোলিনা। জর্জিয়ায় ১৬টি ও নর্থ ক্যারোলিনায় ১৫টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে। জর্জিয়ায় এগিয়ে আছেন বাইডেন, নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ