মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিনেটের নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে কাজ করছে মার্কিন রিপাবলিকান পার্টি এবং দলটি জর্জিয়ায় জিততে ৩ কোটি ২০ লাখ ডলারের তহবিল গঠন করেছে। এখন পর্যন্ত ১০০ সিনেট আসনের মধ্যে ৫০টি রয়েছে রিপাবলিকানদের। আর ৪৮টি ডেমোক্রেটদের। কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৫ জানুয়ারি রাজ্য আইনে জর্জিয়ার দুটি সিনেট আসনেই রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি এই ২টি আসনের একটি জেতেন রিপাবলিকানরা তবে সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা। -ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ
যদি ডেমোক্রেটরা জিতে নেন দুটিই, তবে দুই দলের আসন হবে সমান। তখন নবর্বিাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেট হওয়ায় তারাই পাবেন সংখ্যাগরিষ্ঠতা। জর্জিয়ায় জেতার জন্য গত ৬ দিনে বিপুল পরিমাণ অথ উত্তোলন করে ফেলেছে রিপাবলিকান পার্টি। দলটির ন্যাশনাল রিপাবলিকান সিনেটোরিয়াল কমিটি-এনআরএসসি কমিউনিকেশন ডিরেক্টর জেসে হান্ট এই ব্যাপারে ফক্স নিউজকে বলেন, আমাদের দলগুলো কাজ শুরু করে দিয়েছে। আমরা বিশ্বাস করি বিজয় অর্জনের সামর্থ্য আমাদের আছে। অন্তত সিনেটের নিয়ন্ত্রণ সিজেদের হাতে রাখতে চাই আমরা। জর্জিয়ায় রিপাবলিকানদের দুই প্রার্থী ডেভিড পারদু আর কেলি লফেলার। তাদের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যেই ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে দলটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।