Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডে সউদী দূতাবাসে হামলার ঘটনায় নাগরিকদের সতর্ক করলো দেশটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:১৯ এএম

নেদারল্যান্ডে সউদী দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে এবং নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দেশটি। নেদারল্যান্ডের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে অবস্থিত সউদি আরবের দূতাবাসে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরের দিকে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে সউদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সউদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়। দূতাবাসে হামলার বিষয়ে স্থানীয় পুলিশ টুইট বার্তায় জানায়, ভোর ছয়টার কিছু আগে আমরা একটি বার্তা পাই। সেখানে বলা হয়, দ্য হেগের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনটিতে অন্তত ২০টি গুলির ছিদ্র দেখা গেছে। এর বেশ কিছু জানালাতেও রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে গুলির সংখ্যা নিশ্চিত করে কিছু বলা হয়নি। সউদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার এক দিন পর এ হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে জেদ্দায় এক সমাধিস্থলে ওই সভার আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবারের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ