Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে প্রথমবার মন্দায় পড়ছে ভারতের অর্থনীতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৪:০৩ পিএম

লকডাউনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে প্রায় ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছিল ভারতের জিডিপি। আশা ছিল আনলক পর্বে অন্তত ঘরে দাঁড়াবে অর্থনীতি। কিন্তু সে আশাও এবার মিলিয়ে গেল। জুন থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকেও বৃদ্ধির বদলে ৮ দশমিক ৬ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে জিডিপি। রিজার্ভ ব্যাংকের এক বিশেষজ্ঞ কমিটি এই তথ্য জানিয়েছে। এর অর্থ, ইতিহাসে এই প্রথমবার সরকারিভাবে মন্দায় প্রবেশ করবে ভারত।

মানিটারি পলিসির দায়িত্বে থাকা রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল নিজেদের রিপোর্টে জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকেও ভারতের জিডিপি ৮ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে চলেছে। ওই রিপোর্টেই বলা হয়েছে, ‘ভারত ২০২০-২১ অর্থবর্ষের প্রথমার্ধে টেকনিক্যাল রিসেশন অর্থাৎ মন্দায় প্রবেশ করেছে।’ যদিও সরকারিভাবে রিপোর্টটি এখনও প্রকাশ করা হয়নি। আগামী ২৭ নভেম্বর তা প্রকাশিত হওয়ার কথা। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম নিজেদের সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। এই খবরে সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘ইতিহাসে প্রথমবার মন্দা শুরু হল দেশের অর্থনীতিতে। প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ ভারতের আসল শক্তিকেই তার দুর্বলতায় পরিণত করেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাংকের উপরই নির্ভর করতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী সে অর্থে বিশেষ কোনও কার্যকরী নীতিই গ্রহণ করতে পারেননি। কেন্দ্র যে তথাকথিত প্যাকেজের কথা বলছে, সেটি মুলত ঋণ সর্বস্ব। যার সুবিধা সরাসরি সাধারণ মানুষ পাচ্ছে না। আর সাধারণ মানুষ সরাসরি সুবিধা না পেলে আর যাই হোক অর্থনীতির দৈন্যদশা যে ঘুচবে না। তবে দেরিতে হলেও সম্ভবত বোধদয় হচ্ছে সরকারের। সূত্রের খবর, বৃহস্পতিবারই করোনা পরবর্তী পরিস্থিতিতে তৃতীয় বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সূত্র: টিওআই।



 

Show all comments
  • Shahjahan Sarkar ১২ নভেম্বর, ২০২০, ৬:১৯ পিএম says : 0
    ভারতে কোটি কোটি মানুষ অনাহারে অর্ধ হরে মানবেতর জীবন যাপন করতে বাধ্য বাধ্য হচ্ছে সুদু ভারত সরকারের অনুন্নত পলিসির কারণে I এইটা সত্যই হৃদয়বিদারক ভারত সরকারের অনতি বিলম্বে অহংকার পরিত্যাগ করে অতি সত্তর বহির বিশ্বের সাহায্য নেয়া I ওদের অহংকারের বলি এই গরিব লোকদের কোনো অবস্থায়ই গ্রহণ যোগ্য নয় I এটা মানবতার সঙ্গে সংগাত পূর্ণ হৃদয়বিদারক আসুন আমরা সবাই মিলে দোয়া করি ওরা যেন এই বিপদ থেকে অতি সত্ত্বর মুক্তি পায় I এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে ওদের সাহায্যে এগিয়ে আসবে I মানুষ মানুষের বিপদে আগেও হাত বাড়িয়েছে এই সব মানুষের এখনো এই পৃথিবীতে কোনো কমতি নেই I এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে ওদের সাহায্যে এগিয়ে আসবে I মানুষ মানুষের বিপদে আগেও হাত বাড়িয়েছে এই সব মানুষের এখনো এই পৃথিবীতে কোনো কমতি নেই এর উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ I অতীতে পৃথিবীর অনেক দেশ এই দেশকে সাহায্যের হাত বাড়িয়েছে I
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ