Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে নিখোঁজ মিশুক চালকের ভাসমান লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৩:৪১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ২ দিন পর মিশুক চালক আনোয়ারুল ইসলাম (৪০) এর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী পাওয়ার হাউস সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।
স্বজনরা জানান,আনোয়ারুল মুন্সীগঞ্জ শহর লঞ্চ ঘাট এলাকায় ১০ বছর ধরে ভাড়া থাকতো। তার দুই সন্তান। সে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার অলিপুর গ্রামের দারোগ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে খালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে সে নিখোঁজ হয়। সে রাতেই পরিত্যাক্ত অবস্থায় সিরাজদিখানের কাকালদী এলাকা থেকে মিশুক গাড়ি ও তার মোবাইল সেট উদ্ধার করে থানায় নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ