Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সংস্করণেই অধিনায়ক বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আজহার আলিকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব অন্য কাউকে দেওয়ার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবর আজম। এক বিবৃতি দিয়ে গতপরশু বাবরকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার লাল বলের ক্রিকেটেও জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে সাদা পোশাকে বাবরের অভিষেক হতে পারে আসছে নিউজিল্যান্ড সিরিজে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। যা শুরু হওয়ার কথা আগামী ২৬ ডিসেম্বর থেকে।

গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল আজহারকে। তার নেতৃত্বে আট টেস্টের দুটি জিতেছে তারা, ড্র ও হার তিনটি করে। সবশেষ ইংল্যান্ড সিরিজে আজহারের নেতৃত্বে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। এরপর থেকেই তাকে দায়িত্ব থেকে বাদ দেওয়ার কথা চলছিল। আজহারকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার সময়ই সরফরাজের বদলে দলটির টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব দেওয়া হয় বাবরকে। এরপর গত মে মাসে তাকে ওয়ানডে অধিনায়কও করে পিসিবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ