Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হুমকিতে কিছুই থেমে থাকবে না : বাইডেন

ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেয়া বিব্রতকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আইনি ব্যবস্থার কথা ভাবছে বাইডেন শিবির


মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি না দেয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বাইডেনের ট্রানজিশন টিম। নির্বাচনে জয় পরিষ্কার হওয়ার পর সরকারের স্বাধীন সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করে তার স্বীকৃতি দেয়ার কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত জিএসএ প্রধান এমিলি মারফি এখনো তা করেননি। জিএসএ প্রধান একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মারফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কারণে তিনি বাইডেন শিবিরকে অনুমতি দিতে পারছেন না। অন্যদিকে বাইডেন শিবির জানিয়েছে, তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। অন্যান্য উপায়গুলো নিয়েও তারা আলোচনা করছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। এর আগে মার্কিন নির্বাচনে ভোট গণনায় কারচুপি এবং জালিয়াতির অভিযোগে মামলা করে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। গুরুত্বপ‚র্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে শনিবার জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন গণমাধ্যম। প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগে পরাজয় স্বীকার করবেন না বলে জানিয়েছে তার প্রচার শিবির। এর আগে খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইনি পথেই এর ফায়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন রাজ্যে ট্রাম্প শিবিরের মামলার প্রেক্ষিতে বাইডেন বলেন, কোনও কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। যাই ঘটুক না কেন, ২০ জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে কাদের দায়িত্ব দেওয়া হবে; সে ব্যাপারে এরইমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেওয়া বিব্রতকর। এদিকে রয়টার্স/ইসপোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করে না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৮০ ভাগই বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। এই ৮০ ভাগের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। ২০ জানুয়ারি সম্ভাব্য শপথ গ্রহণের পর নিজ প্রশাসনের অগ্রাধিকার তালিকা নিয়ে এই মুহ‚র্তে ব্যস্ত সময় পার করছেন বাইডেন। অন্যদিকে বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দিতে বড় ধরনের কোনও প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলছেন ট্রাম্প। ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে এরইমধ্যে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডজনখানেক মামলা করা হয়েছে। বাইডেন সবার আগে করোনাভাইরাস মহামারি মোকাবিলার ওপর জোর দিচ্ছেন। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এরইমধ্যে দুই লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাইডেন বলছেন, এ বছর ২৬ নভেম্বর থ্যাংকস গিভিং ডে-র ছুটির আগেই তিনি গোটা দুয়েক গুরুত্বপ‚র্ণ পদে মনোনয়ন দেবেন। এদিকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে কোনও সহযোগিতা করছে না ট্রাম্প প্রশাসন। রয়টার্স, সিএনএন।



 

Show all comments
  • Juhirul Islam Joy ১২ নভেম্বর, ২০২০, ৫:৫২ এএম says : 0
    Right.
    Total Reply(0) Reply
  • Liton Ali Hossain ১২ নভেম্বর, ২০২০, ৫:৫৩ এএম says : 0
    o ta America, amader des na, je ja bolba tai hobe, kan ta dhoira namabe
    Total Reply(0) Reply
  • রোদেলা ১২ নভেম্বর, ২০২০, ৫:৫৪ এএম says : 0
    ক্ষমতায় থাকাকালে ট্রাম্প বেশ সমালোচিত ছিলো, এখন ছাড়ার সময় সমালোচিত হচ্ছে
    Total Reply(0) Reply
  • কাওসার ১২ নভেম্বর, ২০২০, ৫:৫৪ এএম says : 0
    আইনি ব্যবস্থার মাধ্যমেই তাকে সরাতে হবে
    Total Reply(0) Reply
  • রিপন ১২ নভেম্বর, ২০২০, ৫:৫৫ এএম says : 0
    আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট
    Total Reply(0) Reply
  • সৈয়দ আদনান ১৩ নভেম্বর, ২০২০, ৩:০৫ পিএম says : 0
    সারাজীবন যা অভ্যাস (জচচূর)তাই শুরু করে দিয়েছে। ইজ্জত আর রাখল না আমেরিকার!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ