Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ১৫ হাজার মিঙ্কের মৃত্যু যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ হাজারের বেশি মিঙ্ক মারা গেছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কৃষি দফতর জানিয়েছে, বেশ কয়েকটি খামারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন তারা। গেলো সপ্তাহে ডেনমার্ক ১ কোটি ৭০ লাখ মিঙ্ককে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। তাদের দাবি, এ প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাস চরিত্র বদল করে মানুষের শরীরে প্রবেশে করতে পারে। ব্যর্থ করে দিতে পারে করোনা ভ্যাকসিনের কার্যকরিতা। প্রাণীটি থেকে করোনা ভাইরাস ছড়ায় কি না, বিষয়টি খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের উটাহ, উইসকনসিন এবং মিশিগানে করোনা ভাইরাসে মিঙ্কের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মিঙ্ক হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। ডেনমার্কের পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানায় তারা। মঙ্গলবার মার্কিন কৃষি বিভাগ জানায়, তারা বিশ্বাস করে কোয়ারেন্টাইন এবং বায়োসিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা গেলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। কৃষি বিভাগ জানায়, ইউএস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। ইউএসটুডে, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ