পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনা ভাইরাসের কারণে নাজেহাল পুরো বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অনেক মানুষই তা মানছেন না। দিন যত যাচ্ছে, লোকজন ততই মাস্ক ব্যবহারে উদাসীন হচ্ছেন। মাস্ক ছাড়া বাইরে না যেতে সরকার নানা মাধ্যমে প্রচার চালালেও তাতে কাজ হচ্ছে না। শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে সবমহলে। তাই এই পরিস্থিতিতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাস্ক ছাড়া এলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সেবা দেওয়া হবে না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ঘরের বাইরে মাস্ক পরা, বারবার সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার ওপরেই জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। আমাদের সকলের সচেতনতাই পারে করোনার দ্বিতীয় দফা আক্রমণ থেকে রক্ষা করতে।
মো. মিলন হোসেন।
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।