বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-১২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী কাল বৃহস্পতিবার। আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার যানবাহন চলাচলে বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত আজ বুধবার দিনগত মধ্যরাত ১২টা থেকে আগামী বৃহস্পতিবার দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত কাল মঙ্গলবার দিনগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের পাশাপাশি একই নির্দেশনা সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের জন্যও প্রযোজ্য হবে।
আগামী ১২ নভেম্বর রাজধানীর উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলখেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গেল ৯ জুলাই এ আসনের সাবেক সংসদ সদস্য সাহারান খাতুনের হলে আসনটি শূন্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।