Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নওগাঁর ধামইরহাটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের একজন যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বড়শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি বড়শিবপুর (কাজিপাড়া) এলাকার মৃত পানজেত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর কাজিপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ছয় বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি বখাটে সাইফুল ইসলাম (৩৫) ওই শিশুটিকে মোবাইল ফোনে গান দেখানোর প্রলোভন দিয়ে বাড়ির আড়ালে একটি টয়লেটের নিকটে নিয়ে যায়।
সেখান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে মা ও এলাকাবাসী এগিয়ে আসলে লম্পট সাইফুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুর পিতা বাদী হয়ে ধামইরহাট থানায় ওই দিন বিকেলে সাইফুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, পুলিশ রাতেই আসামি সাইফুল ইসলামকে আটক করে কোর্ট হাজতে পাঠায়েছে।
এদিকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ