মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবারের মার্কিন নির্বাচন নানা কারণে ঐতিহাসিক। সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। ইতিহাসে প্রথমবারের মতো একাধিক মুসলিম প্রার্থী নির্বাচন জয়ী হয়েছেন। বিশেষ ফিলিস্তিনিদের ক্ষেত্রে নির্বাচিনটি ছিল গুরুত্বপূর্ণ। তাদের জাত শত্রু ট্রাম্প পরাজিত হয়েছে।
আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে চার ফিলিস্তিনি প্রার্থী জয়ী হয়েছেন এবারের নির্বাচনে।
এবারের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। খবর পেলেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম প্রার্থী বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের কাতারে।
এভাবে ডেমোক্র্যাট দল থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়।
এবার দ্বিতীয়বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে ফিলিস্তিনি নারী রাশিদা তালিব।
তার সঙ্গে নতুন করে আরও তিন ফিলিস্তিনি প্রার্থীও কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যে। এদের মধ্যে দুজনই নারী আর একজন পুরুষ প্রার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।