Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউএইর কাছে ১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে প্রায় ১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের কাছে একটি অনানুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আইনপ্রণেতাদের কাছে পাঠানো এ অনানুষ্ঠানিক বিজ্ঞপ্তি নিয়ে প্রথমে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে রয়টার্সকে জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগে এ বিষয়ে কোনো মন্তব্য তাদের নীতির বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের দেশটিতে গত সপ্তাহে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি নিশ্চিতের কয়েক দিনের মধ্যেই বড় অংকের অস্ত্র বিক্রির তথ্যটি এল। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইউএই। ইয়েমেনের গৃহযুদ্ধে বেসামরিক মানুষের প্রাণহানিতে ইউএইর ভ‚মিকার সমালোচনা করেছে মার্কিন সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটি। এক্ষেত্রে মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠানোর আগে ইউএইতে অস্ত্র বিক্রি পুনর্বিবেচনা করে দেখার আহŸান জানিয়েছিল তারা। মধ্যপ্রাচ্যে যেকোনো অস্ত্র বিক্রিতে ওয়াশিংটনকে এটাও নিশ্চিত করতে হবে তা যেন ইসরাইলের অস্তিত্ব হুমকিতে না ফেলে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ