প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে আঁচলের সঙ্গে জুটি বাঁধবেন নবাগত মঈন খান। সিনেমাটি পরিচালনা করবেন মিজানুর রহমান লাবু। নিজের গল্প এবং চিত্রনাট্যে তিনি সিনেমাটি নির্মাণ করছেন। প্রযোজনা করছে রুশদা ফিল্মস। আগামী ২৩ নভেম্বর গান দিয়ে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির। মিজানুর রহমান লাবু বলেন, আমার আগের সিনেমা থেকে ব্যতিক্রম একটি সিনেমা হতে যাচ্ছে যমজ ভ‚তের গল্প। গল্পের ধরন ভিন্ন। আঁচল মিষ্টি মেয়ে এ সময়ে ভালোই কাজ করছে। তার কাজের আগ্রহ চিন্তা ভাবনা সব কিছু ভালো লেগেছে। এক গল্পে অনেকগুলো চরিত্র করবে সে। এটি নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়। আঁচল বলেন, ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ তাই প্রস্তাব পেতেই লুফে নেই। গল্পে নতুনত্ব আছে। দারুণ একটা টিম আছে এই সিনেমার পিছনে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। দর্শকের ভালো লাগবে। নায়ক মঈন খান বলেন, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো একটি কাজ উপহার দিতে। নায়ক-নায়িকা নির্ভর নয়, এখন গল্প নির্ভর সিনেমা উপহার দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।