Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় নতুন জুটি আরজু ও আঁচল

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সিনেমায় নতুন জুটি হিসেবে যাত্রা শুরু হলো চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচলের। প্রায় একই সময়ে সিনেমায় দু’জনের যাত্রা শুরু হলেও এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একই সিনেমায় কাজ শুরু করেছেন। জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পশলা বৃষ্টি’ নামের নতুন এই সিনেমায় আরজু ও আঁচল কাজ শুরু করেছেন। সিনেমার গল্প লিখেছেন সানী আলম। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে সিনেমাটির দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। চিত্রনায়ক আরজু বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে আমার প্রথম সিনেমা তুমি আছো হৃদয়ে এবং এর পরিচালক হাছিবুল ইসলাম মিজান ভাইয়ের কথা বারবার মনে পড়ছে। কারণ, দর্শক এখনো সেই সিনেমাটির কথা স্মরণ করেন। মনে পড়ছে আমার ফ্যাশন আইকন, আমার প্রিয় নায়ক সালমান শাহ’র কথা। কারণ তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি সিনেমায় এসেছি। প্রতিটি মুহুর্তে আমার তাকে মনে পড়ে। এক পশলা বৃষ্টি’ যেন বার বার আমার মাঝে তুমি আছো হৃদয়ে’কে ছুঁয়ে দিয়ে যায়। একটি অসাধারণ গল্প এক পশলা বৃষ্টি। আঁচলের সঙ্গে আমার প্রথম কাজ। দু’জনে মিলে গল্পটাকে দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা থাকবে। অবশ্যই ধন্যবাদ শ্রদ্ধেয় শাহীন সুমন ভাই এবং শাপলা মিডিয়া’কে আমাকে নতুন তিনটি সিনেমায় কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ আঁচল বলেন, ‘জাফর আল মামুন ভাইয়ের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। কাজের অভিজ্ঞতা নেই তার সঙ্গে। কিন্তু তারপরও বেশ ভালোভাবেই কাজ করছি। গল্পটা এক কথায় চমৎকার বলেই সিনেমার কাজটি করছি, তা না হলে হয়তো করা হতো না। আরজুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। ইনশাআল্লাহ সিনেমাটি ভালো হবে। শাপলা মিডিয়াকে ধন্যবাদ, এই সময়ে এতো চমৎকার একটি উদ্যোগ নেবার জন্য।’ চিত্রনায়ক আরজু এরইমধ্যে শেষ করেছেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘মুক্তি’ সিনেমার কাজ। একই প্রযোজনা সংস্থার আরো একটি সিনেমায় কাজ করবেন আঁচল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরজু-আঁচল

২৮ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ