Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সন্তোষী মা’তে আঁচল খুরানা

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অ্যান্ডটিভির ‘সন্তোষী মা’ সিরিয়ালে অভিনয়শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন আঁচল খুরানা। তাকে সর্বশেষ দেখা গেছে জি টিভির ‘মেরি সাসু মা’ সিরিয়ালে; এতে তার ভূমিকাটি ছিল খল। এবার অবশ্য তা হচ্ছে না। তার আগের সব সিরিয়ালের বিপরীতধর্মী তার এবাররে চরিত্র।
সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “তার চরিত্রটির নাম বাবলি তিওয়ারি; চরিত্রটি ‘জাব উই মেট’ চলচ্চিত্রে কারিনা কাপুর রূপায়িত চরিত্রটির মত। সে সন্তোষী মিশ্র’র (রতন রাজপুত) পড়শি। একসময় সে সন্তোষীর স্বামী ধৈর্য মিশ্র’র (আয়াজ খান)। আর এই পরিস্থিতি সন্তোষীর জীবনকে প্রভাবিত করবে।”
আঁচল বলেন, “হ্যাঁ, আমি ‘সন্তোষী মা’ যুক্ত হয়েছি। এটি একটি পজিটিভ চরিত্র। আমি জানি না চরিত্রটি ভবিষ্যতে খল হব কিনা। ‘সন্তোষী মা’র সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এটি গতানুগতিক কোনও সিরিয়াল নয়। এতে খুব আধ্যাত্মিক বিষয় আছে।”
‘সরোজিনী’র পর প্রযোজক রেশমি শর্মার সঙ্গে এটি আঁচলের দ্বিতীয় সিরিয়াল।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সন্তোষী মা’তে আঁচল খুরানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ