Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা আঁচল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

নেমার চিত্রনায়িকা আঁচল আঁখি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সৈয়দ অমি’র কন্ঠে ‘ও জান রে’ শিরোনামের গানটিতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। আঁচলের বিপরীতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। সিনেমার আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। তারিফ তুহিনের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন রামু বিপ্লব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। সম্প্রতি পুরান ঢাকায় গানচিত্রটি দৃশ্য ধারণ হয়। জি-সিরিজ এর ব্যানারে খুব শীঘ্রই এটি মুক্তি পাবে। মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এটি দেখলে দর্শকরা সিনেমার গানের স্বাদ পাবেন। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। তাছাড়া গানটি খুব পছন্দ হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ বিরতি শেষে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী সিনেমা দিয়ে পুনরায় কাজ শুরু করেন আঁচল। এরপর একে একে নতুন কয়েকটি সিনেমায় যুক্ত হন। এরইমধ্যে আরও নতুন কয়েকটি সিনেমার কথা হয়েছে। এরইমধ্যে চিৎকার, আয়না, কর্পোরেট, কাজের ছেলে সিনেমার কাজ শেষ করেছেন। নির্মাণাধীন রয়েছে যমজ ভুতের গল্পসহ বেশ কয়েকটি সিনেমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়িকা-আঁচল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ