Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভর্তুকি বিরোধ থেকে শুল্ক লড়াইয়ে ইইউ-যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নিজেদের দুই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে অন্যায্য ভর্তুকি সুবিধা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার দেড় দশকের বেশি সময়ের বিরোধ শেষ পর্যন্ত শুল্ক লড়াইয়ের রূপ নিয়েছে। গত বছরের অক্টোবরে ইইউর ৭৫০ কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ৪০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপের পথে হাঁটছে ইইউ। খবর রয়টার্স, ডয়েচে ভেলে। আজ ইইউর বাণিজ্যমন্ত্রীরা এক বৈঠকে বসছেন। এ বৈঠক থেকেই শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জোটটির বেশির ভাগ সদস্য দেশের সরকারই এ শুল্ক আরোপের পক্ষে মত দিয়েছে। গত মাসে ৪০০ কোটি ডলারের মার্কিন পণ্যে ইইউর শুল্ক আরোপের বিষয়টিতে অনুমোদন দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডবিøউটিও)। ব্রাসেলস বলছে, ২০০৪ সালে যে বিরোধ শুরু হয়েছে, তার গ্রহণযোগ্য পরিসমাপ্তি টানতে এ শুল্ক আরোপের অধিকার ইইউর জন্য পাওনা ছিল। তবে আসলেই দ্ব›দ্ব শেষ হবে কিনা, সে বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রবার্ট লাইটহাইজার গত মাসে বলেন, ইইউ যদি কোনো শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রও তার পাল্টা পদক্ষেপ নেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হুমকি দিয়েই রেখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে আরো ভয়াবহ। ইইউর একজন ক‚টনীতিক বলেছেন, মঙ্গলবার অথবা বুধবার জোটটির শুল্ক আরোপের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর অর্থ হলো, পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য খানিকটা সময় ঠিকই পাবেন ট্রাম্প। গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী হোয়াইট হাউজের দখল নেয়ার রেসে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। তিনি যদি শেষ পর্যন্ত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিতও হন, তবুও তার অভিষেকের আগ পর্যন্ত অর্থাৎ ২০ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন। যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে বিরোধের শুরু সেই ২০০৪ সালে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ প্রতিদ্ব›দ্বী দুই উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও এয়ারবাসকে নিজ নিজ সরকারগুলোর অন্যায্য ভর্তুকি সুবিধা দেয়া। প্রথম অভিযোগ আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ২০০৬ সালে ডবিøউটিওর কাছে একটি অভিযোগপত্র দায়ের করে তারা। এতে বলা হয়, ইইউর কাছ থেকে ২ হাজার ২০০ কোটি ডলারের (১ হাজার ৯৪০ কোটি ইউরো) অন্যায্য ভর্তুকি সুবিধা পেয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের বিএই সিস্টেমসের যৌথ মালিকানাধীন এয়ারবাস। মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এ ভর্তুকি সুবিধার বিপরীতে তারা ইকোনমিক রিটার্ন পেয়েছে ২০ হাজার কোটি ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পাল্টা পদক্ষেপ হিসেবে ডবিøউটিওর কাছে মার্কিন সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে ইইউ। এতে বলা হয়, বোয়িং যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ২ হাজার ৩০০ কোটি ডলারের ভর্তুকি সহায়তা পেয়েছে, যা প্রতিযোগিতাম‚লক বাণিজ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইইউ—দুই পক্ষের অভিযোগের বিষয়ে তদন্ত করে ডবিøউটিও দেখেছে, উভয় পক্ষই বোয়িং ও এয়ারবাসকে যে ভর্তুকি দিয়েছে, তা ন্যায্যভাবে দেয়া হয়নি। রয়টার্স, ডয়েচে ভেলে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ