Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম


তিন বছর আগে বিয়ে হয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু কিছুতেই আগের বান্ধবীকে মন থেকে মুছতে পারেননি স্বামী। আর তাই পাশে দাঁড়ালেন স্ত্রী। স্বামীকে ডিভোর্স দিলেন, যাতে তিনি নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন। শুনতে অবাক লাগলেও ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সামনে এসেছে এমনই একটি বিবাহ বিচ্ছেদের ঘটনা। যা অবাক করে দিয়েছে নেটিজেনদেরও। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই নারীর আইনজীবী গোটা বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ওই ব্যক্তি বিয়ের তিন বছর পরও নিজের পুরনো বান্ধবীকে ভুলতে পারেননি। এরপরই তিনি দুজনের সঙ্গেই সম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেন। যদিও তাতে রাজি হননি তার স্ত্রী। এরপরই নিজেই স্বামীর থেকে দ‚রে সরার সিদ্ধান্ত নেন। সেই মতো ডিভোর্স দিয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়, স্বামীর সঙ্গে তার বান্ধবীর বিয়েও দেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই অবাক নেটিজেনরা। অনেকেই ওই নারীর পাশে দাঁড়িয়েছেন। তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও ভোপালে এ ধরনের ঘটনা ঘটেছে। এএনআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী

১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ