Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৫:১১ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (২৮), নিজস্ব ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)। এরমধ্যে দুইজনকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মদনগঞ্জে রোববার (৮ নভেম্বর) সকালে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, সকাল ১০টার দিকে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। তৎক্ষনাৎ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নারায়ণগঞ্জ বন্দর সিমেন্ট কারখানা থেকে ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে রানার ৫ শতাংশ, আজাদের ৭ শতাংশ, রাহাতুলের ২ শতাংশ, সোহাগের ১৩ শতাংশ ও দেওয়ান আলীর ২ শতাংশ দগ্ধ হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জিন্নাত আলী জানান, দুপুরে আমরা সংবাদ পাই বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লেগেছে। তবে কিছু সময় পরই আমাদের জানানো হয় আগুন নিভে গেছে। পরবর্তীতে আমরা আর ঘটনাস্থলে যাইনি। পরে আমরা জানতে পারি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা লোক পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ