Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের ফল মেনে নিতে ট্রাম্পকে জামাইয়ের অনুরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৪:০১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন তার জামাতা জারেড কুশনার। অন্তত দু'টি সূত্র থেকে তথ্যটি জানতে পেরেছে সংবাদমাধ্যম সিএনএন।
এদিকে জো বাইডেন এরই মধ্যে ২৯০টি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্প আটকে আছেন ২১৪ ইলেক্টোরাল ভোটে। যদিও এখনো তিন রাজ্যের ভোটের ফল বাকি রয়েছে।
ট্রাম্পের প্রচার শিবির থেকে বলা হয়েছে, বাইডেন মিথ্যাভাবে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার অপচেষ্টা করছেন। এখনো খেলা শেষ হয়নি।
ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের ভোট যথাযথভাবে গণনা না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না এবং গণতন্ত্র এটি দাবি করে না। এজন্য লড়াই চালিয়ে যেতে সোমবার (৯ নভেম্বর) আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে এখন পর্যন্ত জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়নি। এমনকি উভয়ের তরফ থেকেও কোনো ধরনের যোগাযোগ হয়নি। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ