মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভাব-অনটনে ভারতে প্রতিদিন অনেক মানুষ আত্মহত্যা করছে। এমনকি অনাহারেও মারা যাচ্ছে অনেক মানুষ। কিন্তু এসব খবর সে দেশের গণমাধ্যম প্রচার করে না। সরকারও চেপে যায় এসব ঘটনা।
এবার ঘরের মধ্যে পড়ে ছিল কৃষক অনু বর্মনের স্ত্রী, মা ও দুই মেয়ের ক্ষতবিক্ষত লাশ মিলল। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন ওই কৃষক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের জামালপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
সংবাদ প্রতিদিন রোববার জানায়, প্রতিবেশীরা লাশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, জামালপুরের ওই পরিবারের কর্তার নাম অনু বর্মন। পেশায় কৃষক ছিলেন তিনি। দুই মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন তিনি।
রোববার ভোরে প্রতিবেশীরা অনুর বাড়িতে গিয়েছিলেন ধানকাটার মেশিন আনতে। কিন্তু একাধিকবার ওই কৃষককে ডাকাডাকি করলেও বাড়ির কারও সাড়া মেলেনি। এরপরই সন্দেহ হওয়ায় ধাক্কা দিয়ে দরজা খুলতেই নজরে পড়ে ভয়ংকর দৃশ্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘরের মধ্যে পড়ে ছিল অনুর স্ত্রী, মা ও দুই মেয়ের ক্ষতবিক্ষত লাশ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন ওই কৃষক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী, মা ও মেয়েদের খুনের পর আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
স্থানীয়রা জানান, অর্থনৈতিক সংকটে মানসিক অবসাদে ভুগছিলেন অনু। সম্ভবত তার জেরেই এই ঘটনা।
এদিকে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।