Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় দফায় পেছাল এলপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) অভিষেক আসর। নতুন সূচিতে আগামী ২৭ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গতপরশু এক বিবৃতিতে ভেন্যুর সংখ্যাও কমানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তিনটির পরিবর্তে এখন এক ভেন্যুতেই হবে টুর্নামেন্টের ২৩ ম্যাচ। হাম্বানটোটায় দর্শকশূন্য স্টেডিয়ামে হবে সব ম্যাচ। আগামী ১৭ ডিসেম্বর হবে ফাইনাল।

প্রাথমিকভাবে, গত ২৮ অগাস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এলপিএল। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রথম দফায় টুর্নামেন্ট শুরুর দিন পিছিয়ে দেওয়া হয় ১৪ নভেম্বর, পরে তা আবারও পিছিয়ে দেওয়া হয় ২১ নভেম্বর। বিদেশি খেলোয়াড়দের জন্য ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক হওয়ায় অনেকেই এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিচ্ছেন বলে খরব। তবে এই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, খেলোয়াড়দের জন্য কোয়ারেন্টাইন সাত দিন করতে রাজি হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ, তবে সাপোর্ট স্টাফদের জন্য তা থাকছে ১৪ দিনই। ১৪ দিন কোয়ারেন্টাইনের কঠোর নিয়মের কারণেই গত মাসে শ্রীলঙ্কা সফরে যায়নি বাংলাদেশ। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা এই পাঁচটি দল অংশ নেবে এলপিএলের প্রথম আসরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ