নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আরও লম্বা হলো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সরে যাওয়া ক্রিকেটারের তালিকা। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল, সরফরাজ আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট। এলপিএলে ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলার কথা ছিল ক্যারিবিয়ান তারকা ওপেনার গেইল ও ইংলিশ পেসার প্লাঙ্কেটের। তাদের না খেলার বিষয়টি গতপরশু রাতে আলাদা টুইট বার্তায় নিশ্চিত করলেও নির্দিষ্ট কারণ জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিউজিল্যান্ড সফরের দলে থাকায় টুর্নামেন্টে খেলা হবে না পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজের। গল গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের। এর আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসি, ডেভিড মালান, ডেভিড মিলার ও মানবিন্দর বিসলা। পাঁচ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ নভেম্বর। ম্যাচ হবে মোট ২৩টি। ফাইনাল ১৬ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।