Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফার না করলে শ্রীলঙ্কায় এসএলপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

কদিন আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সম্ভাবনা দেখছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবার তারাই জানাল, সিরিজটি নিয়ে তাদের শঙ্কার কথা। বাংলাদেশ না গেলে ভবিষ্যৎ নিয়ে ভেবে রেখেছে তারা। এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়েছেন, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চায় তারা।
জুনের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতের, কিন্তু সিরিজটি স্থগিত করেছে লঙ্কান বোর্ড। করোনাভাইরাস পরিস্থিতিতে জুলাইয়ে বাংলাদেশের সফর নিয়েও আশার আলো দেখছে না তারা। জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট রয়েছে, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শনিবার ডেইলি নিউজকে মোহন জানান, সিরিজ নিয়ে তাদের ভাবনার কথা, ‘ভারতের বিপক্ষে সিরিজ বাদ এবং পরিস্থিতির কারণে ঝুলছে বাংলাদেশ সিরিজও। পরের মাস বা এই সময়ে পরিস্থিতির উন্নতি না হলে, তারা আর এবছর আসবে না।’
অনিশ্চয়তার সুতোয় ঝুলছে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও। তবে টুর্নামেন্টটি নির্ধারিত সূচিতেই হবে ধরে প্রস্তুত হতে চায় শ্রীলঙ্কা। তাই ঘরোয়া ক্রিকেট খেলার মধ্য দিয়ে বৈশ্বিক আসরের জন্য প্রস্তুতি নেওয়ার বিকল্প দেখছেন না এসএসসি সেক্রেটারি, ‘যদি বাংলাদেশ সিরিজ না হয়, আমাদের অক্টোবর-নভেম্বরের অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ সেটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ। এই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের ক্রিকেটারদের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে পাওয়ার সুযোগটি কাজে লাগাতে চাই, যদি আন্তর্জাতিক সফর না থাকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএলপিএল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ