Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

৩ দিনে লক্ষাধিক রোগী যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সংক্রমণের তৃতীয় ঢেউয়ে হিমশিম খাওয়া যুক্তরাষ্ট্রে টানা তিন দিন এক লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার একদিনেই দেশটিতে রেকর্ড এক লাখ ২৯ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের টালিতে জানানো হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট ৪ দিন এক লাখের বেশি নতুন রোগী শনাক্ত হল। করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ হাজার মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ২০টি রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী দেখেছে; আগেরদিনও ওই রাজ্যগুলোতে একই চিত্র ছিল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ১ লাখ ২০ হাজারের ঘর অতিক্রম করেছিল। জনসংখ্যা অনুপাতে রোগী বিবেচনায় মহামারীতে দেশটির মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো এখনও সবচেয়ে বেশি নাজুক অবস্থায় আছে। শুক্রবার সবচেয়ে বেশি রোগী মিলেছে ইলিনয় রাজ্যে। এদিন রাজ্যটিতে প্রথমবারের মতো ১০ হাজারেরও বেশি মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত হয়েছে ইন্ডিয়ানা, ক্যানজাস, মিনেসোটা, মিজৌরী নেব্রস্কা, ডেকোটা, ওহাইও এবং উইসকনসিনে। আরকানস, কলোরাডো, আইডাহো, মেইন, নেভাডা, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা, রোড আইল্যান্ড, ইউটা, ওয়াশিংটন এবং ওয়াইওমিং দৈনিক শনাক্তের রেকর্ড দেখেছে। উইসকনসিনে ভবন কিংবা ঘরের ভেতর এর ধারণক্ষমতার ২৫ শতাংশের বেশি লোকজন জড়ো হওয়া যাবে না বলে গভর্নর টনি এভারস যে আদেশ দিয়েছিলেন, একটি আপিল আদালত তা আটকে দিয়েছে। এভারসের আদেশটির মেয়াদ শুক্রবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ