Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে উচ্ছেদ বন্ধে ইইউ’র আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৬৮৯টি অবকাঠামো থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৬৮৯টি অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে। ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার সানটো এক বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে বলা হয়, এই সপ্তাহে ইসরাইল জোরপূর্বকভাবে ফিলিস্তিনিদের ৭০টির বেশি অবকাঠামো গুড়িয়ে দেয়। ধ্বংস করা ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল বসত ঘর, জীবনধারণ ও সেনিটেশন সুবিধা ইত্যাদি। খিরবাত হামসা আল-ফোকা এলাকার ৪১জন শিশুসহ ১১টি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, দুঃখজনকভাবে এ বছরের শুরুতে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়, উচ্ছেদের সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে সেন্টার ওয়েস্ট ব্যাংকের রাস আল-তিন কমিউনিটির স্কুল। এটির কোন্ডফাউন্ডার হলো ইউরোপীয় ইউনিয়ন ও ইইউ সদস্যভুক্ত বেশকিছু রাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন জানায়, বর্তমানে ফিলিস্তিনের ৫২টি স্কুল উচ্ছেদ হুমকির মধ্যে রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, এ বছর এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৬৮৯টি অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ