Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে ব্যস্ত কনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পুরোদমে কাজে ফিরেছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। নতুন নতুন গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো’তেও ফিরেছেন তিনি। এরইমধ্যে গ মাসের শেষ দিকে একটি স্টেজ শো’তে অংশ নিয়েছেন। চলতি মাসেও স্টেজ শো করার কথা রয়েছে তার। এরইমধ্যে সিলেটের রাতারগুলে একটি মিউজিক ভিডিও’র শুটিং করেছেন। গানটি হচ্ছে ‘এই ঘন কুয়াশায়’। লিখেছেন জামাল হোসেন এবং সুর সঙ্গীত করেছেন হাসিন রওশন। কনা বলেন, ‘আমার অনেক পছন্দের একটি গান। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির শূটিং হয়েছে সিলেটের রাতারগুলে। খুব সুন্দর জায়গা। অনেক যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। শিগগিরই গানটি রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এদিকে, কনা গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও ইমন সাহা’র সুরে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটি প্রকাশিত হবে গানের ডালি’র ইউটিউব চ্যানেলে। কনা ইফতেখার চৌধুরী ‘লন্ডন লাভ’ ও সাইফ চন্দনের নতুন সিনেমায় প্লে-ব্যাক করেছেন। দুটি গানেই তার সহশিল্পী ইমরান। একটি গানের সুর করেছেন ইমরান এবং আরেকটি গানের সুর করেছেন আহমেদ হুমায়ূন। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেও কাজ করা প্রসঙ্গে কনা বলেন, ‘বসে থেকে থেকে আর কত দিন! তাই স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এটা সত্য যে সবকিছু স্বাভাবিক থাকা আর স্বাভাবিক থাকার চেষ্টার মধ্যে পার্থক্য আছে। আমরাতো জানিনা করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। তাই এরইমধ্যে জীবনকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনা

২৩ ফেব্রুয়ারি, ২০২১
১৯ জানুয়ারি, ২০২১
৪ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ