Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিন্দুকনার নতুন ২২ গান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফোক গানের শিল্পী হিসেবে দারুণ খ্যাতি পেয়েছেন সঙ্গীতশিল্পী বিন্দুকনা। বিশেষ করে ‘আমিতো ভালা না ভালা লইয়া থাকো’ তার গাওয়া এই গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই সঙ্গীতশিল্পী এবার নতুন ২২টি গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হচ্ছেন। ২২টি গানের মধ্যে ১১টি গান লিখেছেন জামাল হোসেন, চারটি গান লিখেছেন মোল্লা জালাল, দুটি গান লিখেছেন এবং সুর করেছেন বিন্দুকনার বাবা এম এ মান্নান, আর দুটি গানের মধ্যে একটি গান লিখেছেন কবির বকুল, আরেকটি লিখেছেন রবিউল ইসলাম। এছাড়াও ‘কৃষ্ণপক্ষ’,‘তুই পাগল তোর মন পাগল’ এবং ‘কলিজাতে দাগ লেগেছে’ গানগুলো কাভার সং হিসেবে গাইবেন। জামাল হোসেন, মোল্লা জালাল, কবির বকুল ও রবিউল ইসলামের লেখা গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন মেধাবী সঙ্গীত পরিচালক ইবরার টিপু। গানগুলো প্রসঙ্গে বিন্দুকনা বলেন, ‘মৌলিক যে ১৯টি গান আমি গাইছি বা গেয়েছি সবগুলো গানেরই গীতিকার আমার কন্ঠের জন্যই লিখেছেন। অনেকেই আমাকে ফোক গানেরই শিল্পী হিসেবে আখ্যায়িত করে থাকেন। কিন্তু এই গানগুলো প্রকাশ পেলে শ্রোতা-দর্শক আমাকে নতুন করে পাবেন, আমার গায়কীতে নতুন কিছু পাবেন এমনটাই আমার বিশ্বাস। প্রত্যেকটি গানের কথা যেমন অসাধারণ, ইবরার টিপু সুর-সঙ্গীতও করেছেন চমৎকার। ১৯টি গান নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর কাভার করা গানগুলোও শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ বিন্দুকনা জানান জামাল হোসেনের লেখা ১১টি মৌলিক গান প্রকাশ পাবে তারই ইউটিউব চ্যানেলে ‘রঙ্গন মিউজিক’এ। বাকী মৌলিক গানগুলো কোন চ্যানেলে প্রকাশ পাবে তা নিশ্চিত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিন্দুকনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ