Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার দিদার হত্যা ২ বছর ৫ মাসেও বিচার পায়নি পরিবার

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৩:৩৯ পিএম

ফেনীর ছাগলনাইয়ার শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক সভাপতি সাইদুর রহমান দিদার হত্যার ২ বছর ৫ মাস পরও খুনের কোন বিচার পায়নি নিহতের পরিবার। তার বৃদ্ধ মাতা শাহেনা আক্তার (৬৫) তার পুত্র হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদজ্জামান খান কামালের হস্তক্ষেপ কামনা করেছেন। শাহেনা আক্তারের সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে মামলা প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে। জানাযায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর গ্রামের মুন্সি বাড়ীর মৃত কালা চাঁনের পুত্র সাইদুর রহমান দিদার গত ২০১৮ সালের ২৯জুলাই ঢাকা যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন ৩০ জুলাই ভোররাত সাড়ে ৪ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশ মাতুয়াইল রাস্তার পাশের বালুর স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে। দিদারের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এব্যাপারে যাত্রাবাড়ী থানায় ৩০২/৩৪ মূলে ৩ জনের নাম উল্লেখ্য করে ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর যাত্রা বাড়ীর থানার পুলিশ মামলার আসামী হুমায়ুন ও সরোয়ারকে গ্রেফতারও করে। সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার পুলিশ হুমায়ুন, সাইফুল ও সরোয়ার নামে ৩ জন আসামীকে গ্রেফতার করেলেও শুধুমাত্র হুমায়ুনকে কোর্ট হাজতে প্রেরণ করে। তাই ন্যায় বিচার না পাওয়ার আশংকা থাকায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি যাত্রাবাড়ী থানা থেকে ঢাকা জোনের সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মামলার অন্যতম আসামী বেলাল হোসেনসহ বাকী অজ্ঞাতনামা হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



 

Show all comments
  • এস এম মনির ৭ জানুয়ারি, ২০২১, ৬:২৯ পিএম says : 0
    চট্টগ্রাম হাটহাজারী থানায় আইন থেকে বঞ্চিত নির্জাতিত পরিবার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হস্তক্ষেপ

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ