বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার বন্দর বারু সেপাং পাসওয়ায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মো.ফরিদ মিয়া চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে সেপাং পুলিশ স্টেশনের পুলিশ ফরিদ মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রাতে দোভাষী ইউনুস ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ফরিদ মিয়ার চাচাতো ভাই কাদের আজ সোমবার মালয়েশিয়া থেকে ইনকিলাবকে বলেন, ফরিদ মিয়া সুস্থ্যই ছিলেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে আমরা তাকে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স আনলে তিনি মারা যান। তিনি জানান, হবিগঞ্জ জেলার কাকউঞ্জ পাটঘাট চৌধুরী বাড়ী গ্রামের মো. খোরশেদ মিয়া চৌধুরীর ছেলে মৃত ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রুনা আক্তার ও এক ছেলে এক মেয়েকে তার মৃত্যুর খবর জানিয়ে দেয়া হয়েছে। মৃত ফরিদ মিয়ার বাড়ীতে এখন শোকের মাতাম চলছে। পরিবারের পক্ষ থেকে মৃত ফরিদ মিয়ার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।