Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সয়াবিনে নাভি:শ্বাস, পেয়াজের দামেও গরম, প্রশাসনের হস্তক্ষেপ দাবী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১০:৩৩ এএম

সিলেটে গত প্রায় দুই সপ্তাহ ধরে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে নাভি:শ্বাস জনজবীনে। এরই মাঝে পেঁয়াজের কেজিতে দাম বেড়েছে ৫ টাকা সিলেটে। লাগামহীন এ অবস্থা থেকে স্বস্তি পেতে প্রশাসনের কঠোর নজরদারি ও মনিটরিংয়ের জোর দাবি জনসাধারণের। পেঁয়াজ ভারত-মিয়ানমার থেকে আমদানি করা হয়, তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কোনো ধরনের প্রভাব নেই বলেও জানান স্থানীয় ব্যবসায়ীরা। সিলেটের খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে পিঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায়। এ ছাড়া দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং মিয়ানমার থেকে আমদানিকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। পেঁয়াজের পাইকারি বিক্রেতারা বলছেন- সব পেঁয়াজেই ৪/৫ টাকা করে দাম বেড়েছে। এখনো দেশের অন্যান্য জেলার পেঁয়াজ পাইকারি বাজারে আসেনি। যার কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে, পাইকারি বাজারে দাম সামান্য বাড়লেও অতিরিক্ত মুনাফায় নেমেছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অজুহাতে পেঁয়াজের দাম বাড়ানোর পাঁয়তারা করছেন কালোবাজারিরা সিন্ডিকেট। ভুক্তভোগীরা বলছেন- রমজান সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। অস্থির হয়ে ওঠছে নিত্যপণ্যের বাজারদর। প্রশাসন আন্তরিক এবং কঠোরভাবে মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসনের হস্তক্ষেপ দাবী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ