Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাউচিকে শিরশ্ছেদের হুমকি ট্রাম্পের সাবেক উপদেষ্টার, টুইটার একাউন্ট বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৩:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের করোনা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য ডক্টর অ্যান্থনি ফাউচি আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে ছিলেন। এবার তাকে শিরশ্ছেদের হুমকি দিয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যানন। বৃহস্পতিবার তিনি টুইট করে এমন হুমকি দেয়ার কারণে তার একাউন্টই বাতিল করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্টিফেন ব্যানন সহিংস ও আক্রমণাত্মক কথা বলায় টুইটার কর্তৃপক্ষ তার একাউন্ট বন্ধ করে দিয়েছে। ‘ওয়্যাররুমপ্যানডেমিক’ নামের ওই অ্যাকাউন্ট থেকে বিবৃতি প্রচার করার পরপরই ব্যবস্থা নেয়া হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাননের একাউন্টটি টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছিল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি অ্যান্থনি ফাউচি এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ারের শিরশ্ছেদ করার কথা বলেন।

ওদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ব্যানন বলেছেন- দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ট্রাম্পের উচিত হবে দু’জনকে বের করে দেয়া। এটুকু বলেই থেমে থাকেননি ট্রাম্পঘনিষ্ঠ ব্যানন। তিনি বলেন, ‘বর্শার ফলায় গেঁথে আমি তাদের মাথা হোয়াইট হাউসের দুই কোণায় রেখে দেব। কেন্দ্রীয় সরকারের আমলাদের সতর্ক করে দিতেই এটা করা হবে। সরকারের নির্দেশ মেনে চলুন নয়তো বের হয়ে যান। অন্য ধরনের খেলা এখন থামাতে হবে।’ ফাউচি ও ওয়ারের বিরুদ্ধে সহিংসতা একটি ‘গৃহযুদ্ধের অংশ’ হতে পারে বলে পরামর্শ দেন ব্যানন। বৃহস্পতিবার ইউটিউবে তার ‘ওয়্যাররুম’ শোতে এ বক্তব্য তুলে ধরলে ইউটিউব কর্তৃপক্ষও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইউটিউবে ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে হিংসাত্মক কাজ করতে প্ররোচিত করার বিষয়টি নিষিদ্ধ। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ