Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জর্জিয়া ও মিশিগানে ট্রাম্পের মামলা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১১ পিএম

ভোটে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ না দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের মামলা প্রত্যাহার করেছেন জর্জিয়া ও মিশিগানের বিচারকগণ। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিশিগান ও জর্জিয়াতে তীব্র প্রতিদ্বদ্বিতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে। কিন্তু সেখানে কোনো জালিয়াতির প্রমাণ দিতে পারে নি রিপাবলিকান শিবির। ফলে আদালতের লড়াইয়ে এ দুটি রাজ্যে হেরে যাওয়ার পর নেভাদায় তারা নতুন করে অনিয়মের অভিযোগে মামলা করার কথা জানিয়েছে। ট্রাম্প শিবিরের অভিযোগ, সেখানে বিলম্বে যাওয়া ৫৩টি ব্যালট মূল ব্যালটের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। মিশিগানে তারা ভোট গণনা বন্ধ করার আবেদন জানিয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিচারকরা।

জর্জিয়ার সুপেরিয়র কোর্ট জজ জেমস ব্যাস বলেছেন, ব্যালট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, প্রমাণ না থাকায় সেই অভিযোগের বৈধতা নেই। মিশিগানের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেছেন, অভিযোগের কোনো সত্যতা পাই নি। এসব রায়ের পর ট্রাম্প শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায় নি। তবে তারা এটা বলেছে যে, নেভাদার জনপ্রিয় এলাকা ক্লার্ক কাউন্টিতে ভোটে অনিয়ম হয়েছে। এ তিনটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। জর্জিয়ায় তিনি ট্রাম্পকে ছুঁই ছুঁই করছেন। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ