Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাউজ অব রিপ্রেজেন্টিটিভে মেজরিটি অর্জনে ডেমোক্রেটদের আছে ২০৪, লাগবে ২১৮ আসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১০:২০ পিএম

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে মেজরিটি অর্জনে ডেমোক্রেটরা পেয়েছে ২০৪টি আসন আর লাগবে ২১৮টি আসন।এখনও ৩৬টি আসনে ফল ঘোষণা বাকি রয়েছে। ইতোমধ্যে রিপাবলিকানরা পেয়েছেন ১৯০টি আসন। এরমধ্যে আর মাত্র ১৪টি আসনে ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে ডেমোক্রেটরা, আর রিপাবলিকানদের লাগবে ২৮টি আসন। -ফক্স, সিএনএন
বিশেষজ্ঞরা বলছেন, এবারও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটরাই পেতে পারেন। তবে আগের চেয়ে তাদের আসন কিছুটা কমে আসতে পারে। প্রেসিডেন্ট পদে জো বাইডেন আসলে তার পথ মসৃন করতে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞ মত। এই ৪৩৫ ছাড়াও আরও ৬ কংগ্রেসম্যান নির্বাচিত হবেন ডিসি ও মার্কিন ওভারসিজ টেরিটরি থেকে। তবে মেইন চেম্বারে তাদের কোনও ভোটাধিকার থাকবে না। এটি ছিলো ১১৭তম মার্কিন হাইজ অব রিপ্রেজেন্টিটিভ নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ