মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল ভারতের কেরলা। ধর্মের বিভেদ ভুলে গিয়ে কেরলের মালাপুপুরমের মুঠুওয়ালুর পঞ্চায়েত কমিটির মন্দিরের প্রয়োজনে এগিয়ে এল মসজিদ কমিটি। মন্দিরে যেতে রাস্তা না থাকায় নির্দ্বিধায় জমি দান করল মসজিদ কমিটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরেলার কোনদোত্তি এলাকার কাছে মুথুভাল্লুর পঞ্চায়েত’র অধীনস্থ একটি পাহাড়ি এলাকায় দেবী ভগবতীর মন্দির রয়েছে। তার পাশে রয়েছে কোচিক্কোডান মোচিথাদাম নামে একটি কলোনিও। গত ৪০ বছর ধরে সেখানে কোনো রাস্তা না থাকায় মন্দিরের দর্শনার্থীদের পাশাপাশি ওই গ্রামের বাসিন্দাদেরও অনেক সমস্যা পোহাতে হতো। কিছুদিন আগে মন্দির কর্তৃপক্ষ ও মোচিথাদাম কলোনির বাসিন্দারা স্থানীয় পারাথাক্কাড মসজিদ কমিটির কাছে মন্দিরে যাওয়ার রাস্তা তৈরির জন্য কিছুটা জমি চান।
তাদের আবেদনের ভিত্তিতে নিজেদের মধ্যে আলোচনা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন মসজিদ কমিটির সদস্যরা। শুধু তাই নয়, পঞ্চায়েতের কাছে থেকে রাস্তাটি কংক্রিটের করে দেওয়ার প্রতিশ্রুতিও আদায় করে।
জানা গিয়েছে, মন্দির যাওয়ার জন্য ১১৫ মিটার রাস্তা হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি পঞ্চায়েতের তরফে ১১৫ মিটারের ওই রাস্তাটি তৈরি করে জনসাধারণের ব্যবহারে জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভগবতী মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে পারাথাক্কাড জুমা মসজিদ কমিটির সম্পাদক শিহাব এদাক্কাদ জানান, পঞ্চায়েতের তরফে রাস্তাটি তৈরি করে মানুষের ব্যবহারের জন্য হস্তান্তরিত করা হয়েছে। এর ফলে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনের মন্দিরে যেতে আর কোনও অসুবিধা হবে না।
এছাড়াও পঞ্চায়েতের সভাপতি আহমদ সগির জানিয়েছেন, ওই জমিতে যদি মন্দির কমিটি মন্দিরে পৌঁছানোর জন্য সিঁড়ি তৈরি করতে চায়, তার জন্য মসজিদ কমিটি অর্থ দান করতেও রাজী। এইভাবে তারা জমি দেওয়ার পরও মন্দিরের সিঁড়ি তৈরির জন্য অর্থ দিতেও প্রস্তুত।
মসজিদ কমিটির এই দানে মন্দিরের পুরোহিত বাবু চেলোথ উনিয়াথন কৃতজ্ঞতার সঙ্গে জানিয়েছেন, ‘পাহাড়ি রাস্তা পেরিয়ে মন্দিরে পৌঁছাতে সকলেরই খুব কষ্ট হত। আমাদের এই কষ্ট লাঘরব করতে মসজিদ কমিটির এই দান অনস্বীকার্য। প্রায় ৪৫ বছরেরও পুরোন এই মন্দির। মসজিদ কমিটি প্রায় ১০০ মিটারের বেশি রাস্তা মন্দিরের প্রয়োজনে দান করেছে’। সূত্র : আনন্দ বাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।