Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগিরাজ্য পুলিশের পোস্টার যুদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

যোগি রাজ্য উত্তর প্রদেশ পুলিশ আবারো নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পোস্টার যুদ্ধ শুরু করেছে। এর ফলে আইনটি প্রণয়নের প্রথম বার্ষিকীকে সামনে রেখে নতুন বিতর্ক দানা বেঁধে ওঠছে। পুলিশ লক্ষেœৗতে আট সিএএবিরোধী অ্যাক্টিভিস্টকে ‘ফেরারি’ ঘোষণা করে তাদের ধরিয়ে দিতে বলেছে। পোস্টাররগুলোতে বলা হয়েছে, তাদের ব্যাপারে তথ্য দিলে ৫ হাজার রুপি করে দেয়া হবে। তাদের সবাই পুরনো লক্ষেœৗর ঠাকুরগঞ্জ এলাকার অধিবাসী। তথ্য প্রদান করার জন্য পোস্টারে ঠাকুরগঞ্জের সিনিয়র পুলিশ অফিসারদের মোবাইল নম্বর দেয়া হয়েছে। স্থানীয় অধিবাসী আসাদ রিজভী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বাসার বাইরেও এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। তাছাড়া লাউডস্পিকারে করেও ফেরারিদের ব্যাপারে তথ্য চাওয়া হচ্ছে। তাদের সবার বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে। এক পুলিশ অফিসার বলেন, এসব লোক ১৯ ডিসেম্বর সহিংসতার সময় লক্ষেœৗতে ছিল। তারপর থেকে তারা নিখোঁজ রয়েছে। সিএএ ভারতীয় পার্লামেন্টে পাস হয় ১১ ডিসেম্বর। এর জের ধরে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এফপিজে, এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ