Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরাজয়ের আশঙ্কায় দলীয় গভর্নর ও সিনেটরদের ফোনে গালাগাল দিলেন ট্রাম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৭:০৬ পিএম

পরাজয়ের আশঙ্কায় নিজ দলীয় গভর্নর ও সিনেটরদের ফোনে গালাগালি করছেন ডোনাল্ড ট্রাম্প! বিজয় উৎসবের ঘোষণা দিলেও বাস্তবে জয়ের দেখা পাওয়ার সম্ভাবনা ম্লান হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের। বিভিন্ন সূত্র বলছে, ব্যর্থতার জন্য নিজ দলেরই জেষ্ঠ্য সদস্যদের ফোন করে গালাগালিও করছেন তিনি । বিশেষ করে যেসব রাজ্যে রিপাবলিকানরা ক্ষমতায় থাকার পরেও ডেমোক্রেটরা ভোট ব্যবধান কমাচ্ছে, তাদের নেতাদের তিরম্কার করছেন ট্রাম্প। - সিএনএন, সিএনবিসি, ফক্স, এবিসি
দেখা যায় ভোট গণনার দিনও রিপাবলিকান গভর্নরদের ফোন করে ক্ষোভ দেখান ট্রাম্প। তাদের উপর বিরক্তি ও সন্দেহ প্রকাশ করছেন তিনি। এমনকি আগে থেকে ঠিক করে রাখা আইনি কৌশলের উপরও তিনি আস্থা হারাচ্ছেন। অ্যারিজোনার গভর্নর ডগ ডসি, জর্জিয়ার ব্রায়ান কেম্প, ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে ফোন করে রাগ ঝেড়েছেন। সুইং স্টেট উইসকনসিনের ভোট পুনরায় গণনার আবেদন করার কথা জানিয়েছে ট্রাম্পের প্রচারণা। মিশিগানেও ভোট পুনরায় গণনা করার আবেদন করা বলে বলে জানায় ট্রাম্পের সহযোগীরা। কিন্তু মিশিগানের প্রধান নির্বাচন কর্মকর্তা জোসলিন বেনসন ট্রাম্পের এ কাজকে ছেলেমানুষি বলে মন্তব্য করেছেন।

এদিকে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী ঘোষণা দেওয়ার পরপরই নিজ দেশের গণমাধ্যম ফক্স নিউজের উপর ক্ষেপে যান ট্রাম্প। ফক্সসহ অল্প কিছু গণমাধ্যম সেখানে বাইডেনকে জয়ী বলে তার প্রাপ্ত ইলেক্টরাল ভোটকে বিবেচনায় আনছে। সেখানেভোট গণনা চলাকালে তিনি সেটি থামানোর জন্য মামলা করার নির্দেশ দেন। রিপাবলিকানরা বুধবার সারাদিন আইনি কৌশলে ব্যস্ত সময় পার করেছেন। এ কারণে আরও রেগেছেন ট্রাম্প। সহযোগীদের ফোন করে ক্ষোভও প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ