Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না: বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ২:৪৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার খুব খাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মিশিগান এবং উইসকনসিন জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন বলেছেন, অনেক লড়াইয়ে অর্জিত মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না।

বৃহস্পতিবার নিজ রাজ্য ডেলাওয়ারে ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে এই মন্তব্য করেন তিনি। এদিকে, এ দুই রাজ্যে হারের পর রিপাবলিকান শিবির পুনরায় ভোট গণনার দাবিতে অন্তত তিনটি রাজ্যে মামলা করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে জয় পাওয়ায় হোয়াইট হাউসে যাওয়ার জন্য দরকার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন জো বাইডেন। পাঁচ দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসা জো বাইডেন এখন পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান দলীয় ট্রাম্প পেয়েছেন ২১৪টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ