মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসামে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদরাসা খুলে দেয়া হবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
বিজেপিশাসিত আসামের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যে সমস্ত সরকারি মাদরাসা বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা করেছেন। বন্ধ হতে যাওয়া মাদরাসার সংখ্যা ৬১০টি বলেও তিনি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়ে মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, ‘সব ক্ষমতা কী আপনার হাতে রয়েছে? মাদরাসার কোনও মানুষ আপনার ওই কথায় ভয় পায় না। আর বেশিদিন নেই আমরাই ক্ষমতায় ফিরছি। এক লাখ হিমন্তবিশ্ব শর্মার মতো লোক এলেও আমদের এ কাজ করা থেকে রুখতে পারবে না।’ কংগ্রেস-এআইইউডিএফ আঁতাতে বিজেপি নেতৃত্ব কাঁপছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, মাওলানা বদরউদ্দিন আজমলের পাল্টা জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, মাদ্রাসা খোলার স্বপ্ন আজমলের বাদ দেওয়া উচিত। অসমে কোনওভাবেই আজমল সরকার গঠন করতে পারবে না। বিজেপি কর্মীদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এআইইউডিএফ এবং কংগ্রেসকে দিসপুরের মসনদে বসতে দেয়া হবে না। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।