Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রথম বিজয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের কোনও প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ী ওই ডেমোক্র্যাটিক প্রার্থীর নাম সারাহ ম্যাকব্রাইড। ডেলাওয়ারের আসন থেকে রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে প্রথম সিনেট ডিস্ট্রিক্টে নির্বাচিত হন ট্রান্সজেন্ডার সারাহ। খবর: সিএনএন।
৩০ বছর বয়সী সারাহ জিতেছেন সিনেট ডিস্ট্রিক্টের ৮৬ শতাংশ ভোট। শুধু ডেলাওয়ারেরই নন, পুরো যুক্তরাষ্ট্রেরই তৃতীয় লিঙ্গের প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা। নির্বাচনের ফল পাওয়ার পর তাই খুবই উচ্ছ্বসিত হতে দেখা যায় সারাহকে।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা পেরেছি। আমরা সাধারণ নির্বাচনে জয় পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ। আশা করি, আজ রাতে এলজিবিটিকিউ শিশুরা বুঝতে পারবে যে আমাদের গণতন্ত্র তাদের জন্যও যথেষ্ট উদার।’
বার্তা সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাহ হিউম্যান রাইটস ক্যাম্পেইনের জাতীয় প্রেস সেক্রেটারি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস হয়ে থাকবে। তিনি এখন দেশটির সর্বোচ্চ সম্মানধারী ট্রান্সজেন্ডার হতে চলেছেন।
গত ৪৪ বছর ধরে ওই আসনটি ধরে রেখেছিলেন তুখোড় ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যানডোয়েল। এবার নিজে থেকে সরে গিয়ে সারাহ ম্যাকব্রাইডকে সুযোগ করে দেন হ্যারিস। ডেলাওয়ারের প্রথম সিনেট ডিস্ট্রিক্ট এলাকায় পড়েছে বেলেফোন্তে, ক্লেমন্ট ও অঙ্গরাজ্যের বৃহত্তম শহর উইলমিংটনের কিছু অংশ।
২০১৬ সালে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েছিলেন সারাহ। প্রথম ঘোষিত কোনও রূপান্তরকামী হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোনও রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকারের ঘোষিত ট্রান্সজেন্ডার আইনপ্রণেতা রয়েছেন ৪ জন। তারা হলেন- ভার্জিনিয়ার দেল ড্যানিকা রোয়েম, কলোরাডোর ব্রিয়ানা টিটোনে, নিউ হ্যাম্পশায়ারের লিসা বাঙ্কের ও গ্যারি ক্যানন।
এদিকে সারাহ’র এই বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেশটির হিউমেন রাইটস ক্যাম্পেইনের প্রেসিডেন্ট আলফনসো ডেভিড এক বিবৃতিতে বলেছেন, ‘আজ রাতে সারাহ কেবল নিজের জন্য ইতিহাস গড়েননি। আমাদের পুরো সম্প্রদায়ের জন্য ইতিহাস গড়েছেন। এই বিজয় তার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি। মানুষের যোগ্যতা লৈঙ্গিক পরিচয়ের ঊর্ধ্বে, সারাহ এটি প্রমাণ করেছেন।’ সূত্র : সিএনএন



 

Show all comments
  • Zeaul haque ৫ নভেম্বর, ২০২০, ১১:২৫ এএম says : 0
    Biden better than Tram
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ