Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘বিভ্রান্তিকর তথ্য’, ট্রাম্পের টুইট গায়েব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৯:৪২ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে একের পর এক টুইটবার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান প্রার্থীর দিনের প্রথম টু্ইট গায়েব করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন এমন অভিযোগে ট্রাম্পের অফিসিয়াল টুইট পেজের একটি পোস্ট মুছে ফেলা হয়েছে।

ট্রাম্প টুইট বার্তায় অভিযোগ করেন, ‘গেল রাতে আমিই এগিয়ে ছিলাম। যদিও ডেমোক্রেটরা সব জায়গা নিয়ন্ত্রণ করছে। একটার পর একটা ব্যালট বিস্ময়করভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুবই আশ্চর্যজনক’। এই পোস্টটি মুছে দিয়েছে টুইটার।

এদিকে দুই প্রার্থীর মধ্যে তীব্র লড়াই চলছে। ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। এই পর্যন্ত বাইডেন ২৬৪টি এবং ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ