Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জয় পেয়ে পুন:নির্বাচিত হতে পারেন ট্রাম্প : টাইমস, গার্ডিয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৫:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জয় পেয়ে পুন:নির্বাচিত হতে পারেন ট্রাম্প। বিজয়ী নির্ধারক কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে জয়ও পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ফ্লোরিডা, ওহাইও ও টেক্সাসের মতো ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে জয়ের কারণে ট্রাম্পের পুন:নির্বাচিত হওয়ার আশা জোরদার হচ্ছে। তবে এখনো সুইং স্টেট মিশিগান, পেনসেলভেনিয়া ও উইসকনসিনের ফলাফল বাকি আছে, যা কিনা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ভাগ্য বদলে দিতে পারে। -টাইমস, গার্ডিয়ান, ফক্সনিউজ

পেনসেলভেনিয়া, ফিলাডেলফিয়া ও পিটার্সবুর্গ বলেছে, তারা ভোট গণণা করছে এবং সকালের পূর্বে (স্থানীয় সময়) কোনো ফলাফল দেবে না। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মোট ৫৩৮ নির্বাচকমন্ডলীর মধ্যে যিনি ২৭০-টি ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন। ২১টি রাজ্যে রিপাবলিকান দলের জয় নিশ্চিত। রাজ্যগুলোর নির্বাচকমণ্ডলীর ভোট ১৪৩। ১৭টি ও রাজ্যে ডেমোক্রেট দলের জয় একপ্রকার নিশ্চিত। এই রাজ্যগুলোর নির্বাচকমন্ডলীর ভোট ২২৪। ১২টি রাজ্য সুইং স্টেট হিসাবে পরিচিত। এখানে ভোটাররা বারবার মত পরিবর্তন করেন। এখানে ইলেক্টোরাল ভোট ১৭১। বাংলাদেশ সময় বিকেল ৩.০০টা পর্যন্ত বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৩৮টি, ট্রাম্প ২১৩টি।

যুক্তরাষ্ট্রে সিনেটে সংখ্যগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজনীয় ৫১টি আসনের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট দু’দলই এখন পর্যন্ত ৪৭টি আসন পেয়েছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল এখন পর্যন্ত পেয়েছে ১৮২টি আসন, রিপাবলিকান দল ১৭৩টি। অথচ দ্য গার্ডিয়ান বলছে, রিপাবলিকান দল সম্ভবত এবারও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ