Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারাদোনার মস্তিষ্কে রক্তক্ষরণ, সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৪:৪০ পিএম

মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আর্জেন্টিনার প্রবাদ প্রতিম ফুটবল তারকা দিয়েগো মারাদোনা। ৬০ বছরের মারাদোনা সোমবারই রক্তাল্পতা, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। লা প্লাতার ইপেনসা ক্লিনিকে ভর্তি করা হয় তাঁকে। সেখানে সোমবার এমআরআই করার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানায় চিকিৎসকরা। মঙ্গলবার সেই জমা রক্ত বের করতে অস্ত্রোপচার করা হয়।

মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক ও স্নায়ু বিশেষজ্ঞ লিওপল্দ লকু জানান যে অস্ত্রোপচার ভালোভাবেই সামলেছেন ফুটবল তারকা মারাদোনা। আপাতত সুস্থ রয়েছেন তিনি। আর্জেন্টিনায় তার বহু অনুগামী হাসপাতালের বাইরে জমা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে তারা।

শুক্রবারই ৬০ বছরে পা দেন মারাদোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ