বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে পাওনা টাকা চাওয়ায় আব্দুল কুদ্দুস খান (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তার ছেলে বিপ্লব হোসেনকেও (২৫) মারাত্মক জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। নিহত কুদ্দুস খান যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়ি চালক।
আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ছয়মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য দিন দিলেও সে টাকা পরিশোধ করেনি। বিষয়টি বিপ্লব তার পিতাকে জানালে পিতা ও পুত্র একসাথে টাকা চাইতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন জানান, হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।