Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণিল দুই দশকের ইতি টানলেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন চার বছর আগে। এরপর খেলছিলেন বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি লিগে। এবার সব কিছুর শেষ বলে দিয়েছেন শেন ওয়াটসন। ২০ বছরের ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ম্যাচটি ওয়াটসনের পেশাদার ক্রিকেটের শেষ ম্যাচ হয়ে থাকল। অবসরের সিদ্ধান্তের কথা নিজের ইউটিউব চ্যানেল টি-টোয়েন্টি স্টার্সে গতকাল জানান তিনি, ‘এসব কিছুর শুরুই ছিল একটি বাচ্চা ছেলের স্বপ্ন হিসেবে। পাঁচ বছর বয়সে আমি একটি টেস্ট ম্যাচ দেখছিলাম, তখন মা কে বললাম, “অস্ট্রেলিয়ার হয়ে আমি খেলতে চাই”। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। নিজের স্বপ্ন বাস্তবে পরিণত করা ও এরপরেও আরও কিছুর জন্য আমি বেশ ভাগ্যবান অনুভব করছি।’
আইপিএল ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন ওয়াটসন।
আইপিএলের একদম প্রথম আসর থেকে খেলে আসছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতেন তিনি। আইপিএলে ১৪৫ ম্যাচে ১৩৭.৯১ স্ট্রাইকরেটে ৩৮৭৪ রান আছে ওয়াটসনের। করেছেন ৪টি সেঞ্চুরি। একটি হ্যাটট্রিকসহ নিয়েছেন ৯২ উইকেট। রাজস্থান ও ব্যাঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বও করেছেন। প্রথম আসরে রাজস্থানকে ফাইনালে তুলতে দিল্লি ডেয়ারডেভিলের বিপক্ষে ২৯ বলে করেছিলেন ৫২ রান, বোলিংয়ে ১০ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেবার ৪৭২ রান আর ১৭ উইকেট নিয়ে রাজস্থানের শিরোপা জেতায় বড় অবদান ছিল তার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অ¤øমধুর অভিজ্ঞতায় মেশানো দুই মৌসুম কাটিয়ে ২০১৮ সালে তিনি যোগ দেন চেন্নাইতে। সেবার আইপিএলের ফাইনালে ৫৭ বলে ১১৭ রান করে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ৩৯ বছর বয়েসী ক্রিকেটার। ২০১৯ সালেও ফাইনালে চেন্নাইর হয়ে ৫৯ বলে ৮০ রান করেছিলেন ওয়াটসন। তবে সেবার মুম্বাইর কাছে শেষ ওভারে গিয়ে হেরেছিল তার দল। এবারের মৌসুম খুব একটা উজ্জ্বল হয়নি এই অলরাউন্ডারের। ১১ ম্যাচে মোটে তিনি করেন ২৯৯ রান। প্রথমবারের মতো প্লে অফেও উঠতে ব্যর্থ হয় চেন্নাই।
২০০০-০১ মৌসুমে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করা ওয়াটসন ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ৫৯ টেস্ট খেলেছেন, ৩৫.১৯ গড়ে করেছেন ৩ হাজার ৭৩১ রান, সেঞ্চুরি চারটি ও ফিফটি ২৪টি। লাল বলের ক্রিকেটে ৩৩.৬৮ গড়ে উইকেট তার ৭৫টি। সাদা-বলের ক্রিকেটে নিজের সময়ের সেরা অলরাউন্ডারদের একজন ছিলেন ওয়াটসন। ১৯০ ওয়ানডেতে ৪০.৫৪ গড়, ৯ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে তার রান ৫ হাজার ৭৫৭। নামের পাশে উইকেট ৩১.৭৯ গড়ে ১৬৮টি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপ‚র্ণ সদস্য ছিলেন এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০৬ ও ২০০৯ সালের আসরের ফাইনালে হন প্লেয়ার অব দা ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৫.৩২ স্ট্রাইক রেটে ৫৮ ম্যাচে রান করেছেন এক হাজার ৪৬২। সেঞ্চুরি আছে একটি ও ফিফটি ১০টি। ২৪.৭২ গড়ে তার উইকেট ৪৮টি। শ্রীলঙ্কায় হওয়া ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ২৪৯ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ