Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর রাইডার্সে মিলার, আসছেন ওয়াটসন

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শহীদ আফ্রিদি ছাড়া অন্য কোন সুপার স্টার ছিল না রংপুর রাইডার্সে। আফগান উইকেট কিপার মোহাম্মদ শাহাজাদের ব্যাটিং এবং স্পিন ত্রয়ী আরাফাত সানি, শহীদ আফ্রিদি এবং সোহাগ গাজীর বোলিংয়ে সেই দলটিই কি না হেসেছে ঢাকা পর্বে। ৩ ম্যাচে ২ জয়ে শেষ চার এর ঠিকানা খুঁজে নেয়ার কাজটা মোটামুটি এগিয়ে রাখা দলটির বিদেশী শক্তি বাড়চ্ছে মালিক পক্ষ। দক্ষিণ আফ্রিকার টি-২০ ব্যাটিং সেনশেসন ডেভিড মিলারের সঙ্গে চুক্তি হয়ে গেছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই রংপুর রাইডার্স তাদের তাঁবুতে পাবে ২১৩টি টুয়েন্টি-২০ ম্যাচে ১ সেঞ্চুরি ২২ ফিফটিতে ৪৬৩ রান করা এই প্রোটিয়াকে। পাকিস্তানী ক্রিকেটার বাবর আজম এবং শারজিল খান না আসায় পাকিস্তান অলরাউন্ডার আনোয়ার আলিকেও পাচ্ছে রংপুর রাইডার্স। আজ সকাল ৯টায় চট্টগ্রামে পা রেখে বরিশাল বুলসের বিপক্ষে মাঠে  নামার কথা তার। এ তথ্য দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার আবুল বাকি।
রংপুর রাইডার্স শুধু ডেভিড মিলারকেই নয়, এই দলটি পাচ্ছে অস্ট্রেলিয়ার টি-২০ সেনসেশন শেন ওয়াটসনকেও। ২০৭টি টুয়েন্টি-২০ ম্যাচে ৫৩০০ রান এবং ১৭২ উইকেট শিকারী এই অজি অল রাউন্ডার খেলবেন শেষ ৪টি ম্যাচ। এ তথ্যও দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর রাইডার্সে মিলার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ