প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী আলম আরা মিনু। ইতোমধ্যে তিন/চারটি গানের কাজ শেষ করেছেন তিনি। গানগুলোর মিউজিক ভিডিওর কাজ শিগগিরই শুরু করবেন তিনি। গানগুলো তার ইউটিউব চ্যানেল ‘আলম আরা মিনু’তে প্রকাশ করবেন। আলম আরা মিনু বলেন, ‘সর্বশেষ চার বছর আগে আমার অ্যালবাম প্রকাশিত হয়েছিল। মাঝখানে বেশ কয়েক বছর গান করা থেকে অনেকটাই দূরে ছিলাম। এখন নতুন করে আবারো যাত্রা শুরু করেছি। তিন/চারটি গানের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওতে নিজেকে এমনভাবে উপস্থাপন করবো যেভাবে আগে কখনোই আমার উপস্থাপন করার সুযোগ হয়ে উঠেনি। আমার নতুন গানগুলো’তে সবার জন্যই সারপ্রাইজ থাকছে। আশা করছি, গানগুলো সকল শ্রেণীর দর্শকের ভালো লাগবে।’ আলম আরা মিনুর সর্বশেষ প্রকাশিত অ্যালবাম হচ্ছে ‘বন্ধু হয়ে যাবো’। এটি চার বছর আগে প্রকাশিত হয়েছে। তার প্রথম মৌলিক গান ছিলো ‘সেই তারা ভরা রাতে’। গানটি লিখেছিলেন সালাউদ্দিন সজল এবং সুর করেছিলেন আইয়ুব বাচ্চু। এটি আলম আরা মিনুর প্রথম অ্যালবামের গান। ছয় বছর পর আইয়ূব বাচ্চু’র কন্ঠে গানটি প্রকাশিত হলে দারুণ জনপ্রিয়তা পায়। তবে আলম আরা মিনুর কন্ঠে প্রথম জনপ্রিয়তা পাওয়া গান ছিলো প্রয়াত বরকত উল্যাহ প্রযোজিত নাটক ‘জাতীয় মধূচন্দ্রিমা’ নাটকে নূরুজ্জামানের লেখা ও সেলিম আশরাফের সুর করা ‘যে বাতাসে ফুটে ফুল’ গানটি। ‘বেদনার বালুচরে’ অ্যালবামের ‘রাজপ্রাসাদের সুখ চাইনা আমি’ গানটিও আলম আরা মিনুর অন্যতম জনপ্রিয় গান। আলম আরা মিনুর প্রকাশিত উল্লেখ্যযোগ্য অ্যালবাম হচ্ছে ‘কথা দিলাম’, ‘তুমি জীবন আমার’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘ভালোবাসার বৃন্দাবন’, ‘নালিশ’, ‘বড় বেশি মনে পড়ে’, ‘যদি তুমি বল’ ইত্যাদি। ১৯৯৬ সালে সাঈদুর রহমানি মানিক পরিচালিত ‘নবাব আলী হায়দার’ সিনেমায় সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।