Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯১ ঘণ্টা পর উদ্ধার চার বছরের শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তুরস্কে শুক্রবারের ভ‚মিকম্পে ধ্বসে যাওয়া বিল্ডিংয়ের ভেতর থেকে মঙ্গলবার ৪ বছরের এক কন্যা শিশুকে ৯১ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। ইজমির প্রদেশের বায়রাকলি জেলার একটি ভাঙা দালানের ভেতর থেকে আয়দা গিজগিন নামের এই ৪ বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। আয়দা উদ্ধার হওয়া মানুষের মধ্যে ১০৭তম। উদ্ধারের পরই তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান মেহমেত গ্যাললুগøু টুইট বার্তায় জানান, বাচ্চা মেয়েটির উদ্ধারের ঘটনায় উদ্ধারকারীদের মধ্যে ব্যাপক আনন্দ বইছে। আয়দাকে উদ্ধারকারী কর্মী নুসরেত আকসয় বলেন, উদ্ধারের আগে ছোট্ট এই বাচ্চা হাত নাড়াচ্ছিল। আয়দাকে উদ্ধারের পর ধ্বসে যাওয়া বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসলে উপস্থিত জনতা আল্লাহু আকবার শ্লোগান দিতে থাকেন। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ